পরাজয় জেনেও
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৬-০৯-২০২৪ ইং
*********************************
দেখিতে পাওনা তুমি পারাজয় দাঁড়ায়াছে দ্বারে,
জাতিরে ডুবালে তুমি মিথ্যা দম্ভ অহংকারে।
কত তাজা রক্ত ঝরে দিয়েছিলে রঙ পতাকার,
আজ তুমি নিজেই তারে করিলে অসম্মানভার।
পারনি আপনারে বাঁধিতে চৌদিকে জড়ায়ে অভিমান,
আনিলে ডেকে মৃত্যুর দূত চিতাভষ্মে সবার সমান।
এখন চারিদিকে অমঙ্গল রচি বৈষম্যের ব্যবধান,
পতাকারে খামছে ধরেছে সেই শুকুন বজ্র তুফান।
ওরা বিদ্রোহী ওরা স্বাধীন পতাকারে পশ্চাতে টানিছে।
তুব অসুর দোসর ডেকে ডেকে আনিলে পিছে পিছে,
শুধু দেখিতে পাওনা তুমি নির্বাসন দিলে অবহেলে,
যে মুক্তি পেতে চাও তাহা দিলে দুরে ঠেলে ঠেলে।
হে দুর্ভাগা স্বপ্ন ! স্বপ্নধারীকে স্ব-যত্নে করিলে অপমান,
পরাজয় জেনেও আপন নীড়ে দিলে শকুনেরে স্থান।
---------------------------------------------------
২৬-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।