অনুভব:::রচনা-২০/৯/২৪
- কমলতোলা ১১-১১-২০২৪

বহু দূর দূরান্ত হাঁটি আমি
পাহাড় নদী গহন অরণ্যানী
পাহাড়ি উপত্যকায় একটি বন
পাখিদের কলতান পশুদের গর্জন

এদিক ওদিক তাকাই মানুষ খুঁজি
শুনি কিছু অদৃশ্য আত্মার হাঁচি
কিছু পরে আমার চারধারে আসে
বলে মানুষ নয়, পশুদের ভালোবাসে

এছাড়া পাখিদের প্রতি খুব দরদ
থাকে গ্রীষ্ম বর্ষা বসন্ত হেমন্ত শরৎ
শীতের সময় পাখিরা উড়ে যায় দূরে
শীত গেলে আবার এখানে ফিরে আসে

এদের মধ্যে নেই হিংসা নেই দ্বেষ
মিলেমিশে বানায় সুন্দর পরিবেশ
অস্তিত্ব রক্ষায় একে অপরের খাদক
মানুষের মতো নয় দুরাচারী সাধক

লোভের জন্য চালায় ঘোর হিংসা
কিছুজনে চায় থাকুক সদা অমানিশা
অকারণে শিশুঘাতী নারীঘাতী হয়
টাকার জন্য বিবেক মনুষ্য বিকোয়

হঠাৎ আর কোন স্বর না শুনি
পাইনা কোন পশুপাখির ধ্বনি
এগিয়ে যাই দূরে দিগন্তের ওপারে
কলকল শব্দে বহমান নদীটির তীরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।