দেশের লাটাই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৬-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
বাংলা যে আজ হুজুগ দেশ, সব রকমে কালো
স্বাধীনতায় বেজায় চটে, দোসরকে কয় ভালো!

দেশদ্রোহীরা তেড়ে এসে কামড় দিতে চায়,
ক্ষমতালোভী চোর ডাকাত রাজ্য লুটে খায়।
ভিন শব্দে শ্লোগান দিয়ে মিছিল দৌড়ে চলে,
মুক্তি যুদ্ধের স্বাধীন তরী ডুবে অথৈ জলে।

লক্ষ শহীদের রক্তবরণ আজ যে গাঢ় নীল,
মঞ্চে মঞ্চে কাওয়ালী গান গায় যে অন্তর-দীল।
দুষ্টের হাতে দেশের লাটাই হাল নাগাদ কালে,
পশ্চিমা সুরে গায় যে গান, বাংলার সুর ভুলে।

দেশপ্রেমিক বোবা হয়ে থাকে চুপটি করে-
এই সুযোগে দেশদ্রোহীরা মায়ের বুকে চড়ে।
গুজব হুজুগ আবেগ কথা বলবো কত আর,
দেশের লাটাই নিয়েছে লুটে দোসর-স্বৈরাচার।
-------------------------------------------


২৭-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।