এ নিছক খেলা নয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৭-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
কে ভেবেছিল এত মিরাকল খেলা হবে চটপট!
বিজয়ী হয়েও চক্রের ঘূর্ণিতে স্বাধীনতা ছটফট।

এইবার যদি বাংলা হেরে যায় যুদ্ধের দূর্গতে,
ন্যায্য অধিকার হারাবে দোসরের বজ্র ঠেলাতে।
স্বচোখে দেখলাম বর্ণচোরা গুপ্তচর দোসর প্রাণ,
ওরে উত্তাল মিছিলে রাত্রি নিশিথে কাটিছে গর্দান।

চারিদিকে বিদ্রোহের গান বাজে- কে কান দেয়?
.এ মত-ও মত হানাহানি, নিরহ জনতা প্রাণ দেয়!
এ যেন নিছক খেলা নয়, স্বাধীনতা ধবংসের খেলা,
ওরে আবার বসিছে এই বঙ্গে সেই হায়েনার মেলা।

ভীন বর্ণে গান গেয়ে রক্তে পাওয়া ভাষারে করে খুন,
কি লজ্জা! কি লজ্জা!ওরা খেয়েছে সেই শত্রুর নুন।
------------------------------------------------


২৭-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।