শ'বছর আয়ু হোক
- কমলতোলা
ফেসবুকে দেখলাম, আজ তোমার জন্মদিন
হ্যাপি বার্থ ডে কেউ কেউ লিখেছে
আবার কেউ লেখে, শুভ জন্মদিন
আমি লিখলাম, শ'বছর আয়ু হোক
শুধু আমাদের রাজ্য নয়, দেশব্যাপী
চলছে এক সঙ্কটকাল, মাৎস্যন্যায়
সাদা খাতায় চাকরি হচ্ছে ,ডাক্তারি পড়ছে
ফেসবুক পোষ্টে দেখলাম, টেট পরীক্ষা
না দিয়েও বিয়াল্লিশ হাজার শিক্ষকতা
করছে;এভাবেই অসংখ্য চুরির ঘটনা ঘটছে
নানা দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে
তবুও যুবক-যুবতীদের বৃহদংশ উদাসীন
এই সময়ে তুমি যথেষ্ট শিক্ষিত মেধাবী
হয়েও মানুষের আন্দোলনে ত্যাগ স্বীকার করে
সমাজের কাজে করেছ আত্মনিয়োগ
সমস্ত ঘটে যাওয়া অন্যায় পীড়নের
বিরুদ্ধে তোমার প্রতিবাদী সত্তাকে
জাগ্রত করে মানুষের চেতনাকে জাগাও
তুমি তোমরা দেশ মায়ের প্রকৃত সম্পদ
তুমি তোমরা মহাদেবের ত্রিশুল বিষ্ণুর চক্র
নিয়ে বাঙালির এই অধঃপতন রুখে দাও
তোমার জন্মদিনে এই কামনা করি।
২৭-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।