আমি স্রস্টা বিশ্বাসী কিন্তু ধার্মিক নই
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১০-১০-২০২৪
এক মুসলিম যখন অপর মুসলিম কে হত্যা করে
সেদিন থেকে আমি ধার্মিক নই।
এক মুসলিম যখন কোন এক নারী কে ধর্ষণ করে
সেদিন থেকে আমি ধার্মিক নই।
সমাজের সভাপতি যখন ঘুষখোর হয়
সেদিন থেকে আমি ধার্মিক নই।
মসজিদের ইমাম যখন পরকীয়া করে
সেদিন থেকে আমি ধার্মিক নই।
নারী যখন পেটের দায়ী দেহ ব্যবসা করে
সেদিন থেকে আমি ধার্মিক নই।
সমাজের মসজিদ গুলো যখন চকচকে
অথচ পাশের বাড়ির সকিনার খানা নেই
সেদিন থেকে আমি ধার্মিক নই।
পাঞ্জাবি পরা ছেলেটা যখন মিথ্যে বলে
সেদিন থেকে আমি ধার্মিক নই,
বোরকা পরা মেয়েটি যখন
প্রেমিকের সঙ্গে মেলামেশা করে
সেদিন থেকে আমি ধার্মিক নই।
সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দেশে যখন
সব পণ্যে ভেজাল সেদিন থেকে আমি ধার্মিক নই।
ভুল মামলায় আসামী যখন জেল খাটে
সেদিন থেকে আমি ধার্মিক নই।
স্বার্থের তাগিদে পুত্র যখন পিতাকে মারধর করে
সেদিন থেকে আমি ধার্মিক নই।
বউয়ের জ্বালায় বৃদ্ধ মা যখন বৃদ্ধাশ্রমে থাকে
সেদিন থেকে আমি ধার্মিক নই।
ক্ষমতার লোভে যখন হুজুররা বহু দলে বিভক্ত
সেদিন থেকে আমি ধার্মিক নই।
যৌবনের মোহে যখন কন্যা পিতা-মাতা কে ছেড়ে চলে যায়
আমি সেদিন থেকে ধার্মিক নই।
ধনী যখন পেটপুরে খেয়ে উচ্ছিষ্ট খাদ্য গরীব কে না দিয়ে ডাস্টবিনে ফেলে দেয়
সেদিন থেকে আমি ধার্মিক নই।
একজন আস্তিক যখন ভিন্নমতের মানুষ কে
অবিচারে খুন করে সেদিন থেকে আমি ধার্মিক নই।
আসলে আমি ধার্মিক হতে চাই
কিন্তু এসব দেখে আর ধার্মিক হওয়া হলো না...
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।