যে বিকল্পের খুঁজে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৭-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
যে বিকল্পের খুঁজে আজিকার এ বিক্ষোভ,
সে বিপ্লবে দেখিনা অমরত্বের কোন লোভ!
এখানে নেই কোন দৃঢ় সত্যের খাঁটি দাম,
হে স্বাধীনতা, বিপ্লবী কণ্ঠে এ কথা জানালাম।
প্রাণ যাবে জনতার, দেশ যাবে শত্রুর হাতে,
কভূ মুক্তির ফুল ফুটবে না স্বার্থের সংঘাতে।
অন্তর ঘেরিয়াছে দেশদ্রোহী কুঁয়াশার জাল,
এখানে বুঁনিছে ষড়জাল-কুৎসার জঞ্জাল।
মিথ্যে শুধুই মিথ্যে মুক্তির কোলাহল,
বাম -ডান -মধ্য কত মতের শত দল।
যে বিকল্পের খুঁজে বিদ্রোহী মন করে উম্মাদনা,
সেখানে শুধু ষড়জাল আর বিষাক্ত সর্পের ফণা।
------------------------------------------------
২৭-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।