বুকে বুকে শুন্যতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৭-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
মুক্তির বুকে বুকে শুন্যতা হ্রদে তৃষ্ণার জল,
মাথায় মাথায় বিজয় কেতন সমুদ্রে কল্লোল!
ওরা কোন দলের? জাতির জিজ্ঞাসা উদ্দাম!
বর্ণচোরা- গুপ্তচরে আজো দেখি কত নাম।
মাথায় মাথায় বিজয় কেতন অন্তরে নেই গাঁথা,
অন্তরে ওদের ভিন ছবি আঁকা- উঁচু শির মাথা।
এখনো ক্ষতবিক্ষত গণতন্ত্র নতুন সকাল বেলা,
এখনো মব জাষ্টিস, এখনো রক্তের হোলিখেলা।
এখনো স্বাধীন ঘরে ঘরে পায়ে পায়ে লাগে ঠেলা,
এখনো মুক্তি অধরা, এখনো দোসেরর চ্যালা-ফ্যালা।
এখনো স্বীকৃতি দেয়নি এ মা মুক্তিযুদ্ধের,
মাথায় মাথায় বিজয় কেতন- বজ্র হুঙ্কার!
---------------------------------------------------
২৭-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।