বসে আছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৭-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
কে ছিড়িল হৃদয় হতে প্রেমের মঞ্জরী?
কে ভাসাল তোরে অথৈ জলে হে সুন্দরী?
ওরে নিভৃতে তুইতো ফুটেছিলি এ হৃদয় বনে,
তোরে ঘিরেই বৃক্ষপরি নেচেছিল পল্লবসনে।
ওরে এখনো সেই তরী খেয়া ঘাটে নদীর জলে,
তোর অপেক্ষায় বসে আছে বড় কৌতুহলে।
----------------------------------------
২৭-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।