মানুষেরই মন মন্দিরে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৮-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
মানুষের অন্তর বাহিরে বিপুল ব্যবধান ভূ-লোকে,
তাই জ্যোতির রূপে আঁধার নামিছে বিরহী দুঃখে!
মানুষই সত্যরে করিয়াছে পর- করিয়াছে বিদায়,
মোহে বুঝে না সে হস্ত বাড়ায়ে কি ধরিবার চায় !
কোন সন্যাসী হয়ে ছুটিছে সে গহিন বনে বনে,
সে অনুধাবন করেনি পরাজয় তার কোনখানে!
সে চিনিয়াছে শুধু অসুর চিত্তের শ্যমা -মধুরিমা,
সে প্রকাশ্যে গড়িয়াছে রিপুর অঙ্গে অঙ্গে সুষমা।
সে চায়নি উদার আকাশ তল,গঙ্গার সুনীল জল,
সে চেয়েছে শুধু গিরি নির্ঝরিনী অশ্রান্ত উচ্ছল।
কোন মৃত্তিকায় মুক্তিরে খুঁজি কোন তীর্থ নীরে,
চির মুক্তি তো বিরাজিত মানুষেরই মন মন্দিরে।
----------------------------------------------
২৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।