নিরাপদ কি ?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৮-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
বাংলার মাঝখানে বসে বসে মীরজাফরের ছানা,
বর্ণচোরা হয়ে কোলে কোলে করে আনাগোনা।
ওরা বড় কুটচাল চালে স্বাধীন মায়ের কোলে বসে,
তবু দেশ ধবংসে রাখি তারে নির্ঘূম মাথার পাশে।

ছদ্মবেশী দেশপ্রেমিক বর্ণচোরা কারে বলে—
বুঝি কি তাহা নাকি মিষ্টি কথায় গলে গলে?
আশ্রয়-প্রশ্রয় পেয়ে মীরজাফরের ছানাগুলি,
লক্ষ শহীদের রক্ত ঝরা সকলে গেছে ভুলি।

উঠতে বসতে সকল সময় দেখি তারা কাছে,
না হলে হলে কি তোদের খাওয়া দাওয়া আছে?
তোরা নাকি সোনার ছেলে- দোসরের বংশধর!
ওরে নিরাপদ কি বাংলার স্বাধীনতা অতঃপর ?
---------------------------------------------


২৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।