আর শুনিবে না
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৮-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
আগুনের সমীর লাগি যদি প্রাণে ওঠে ঢেউ,
ওরে সেদিন রক্ষা করিবেনা কাছে এসে কেউ।

যে কাননে বসে তুমি দেখ অরূপা ফুল ফুটে,
তারে যদি ভাল না বাস ফুটবে নাকো মোটে।
শুন্যে সাঁতার কাটিয়া কোন দূরান্তে ছুটেছো হায়,
সে তো অধরা সূর্য রশ্মি-তবু কেন পিছু পিছু ধায়?

তোর বিপ্লবে সুপ্ত পাখিদের চমকে উঠিল আঁখি!
উথরিয়া উঠিল নব স্বপনে নব মসনদ আঁকি।
তুই এখন পরবাসে হেথা কে দিবে আর স্নেহ,
ওরা পেয়ে গেছে অমৃতের সুধা সুস্থ সবল দেহ।

চারিদিকে শকুনের চোখ,মাঝে তোর দেহখানি,
বিপ্লবের কণ্ঠ সুর আর শুনিবে না কোন প্রাণী।
সূর্য’রে ডুবাতে গিয়ে তুই নিজেই হলি অন্ধকার,
কি হতভাগা সন্তান মা’র ! আজ শুধুই হাহাকার।
-----------------------------------------------


২৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।