চাটুক ধরায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৮-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
চারিদিকে প্রাণে প্রাণে দালালীর গন্ধ মনোহর,
কেউ ব্যক্তিরে কেউ জাতিরে শুদ্ধতায় বিভোর।
নেই কোন স্বচ্ছতার ছন্দ-চাটুকায় সবে যেন অন্ধ,
রাজ্যের পেশাজীবি পক্ষে -বিপক্ষে বেজায় দ্বন্দ!
কেউ কোকিল কেউ সুশীল তবু প্রেমিক প্রবর,
আপন দর্শনে বিলায় প্রাণ নাহি বিবেক সত্যের।
নিজ পক্ষের প্রতি অন্তর জ্যোতি উছলিয়া পড়ে,
ওরে বিপক্ষ ঘায়েলে অট্টহাসি দিয়ে যায় অধরে।
স্বাধীন ভূমে করিয়া বাস স্বাধীনতারে করে অতীত,
কি যে প্রেম রসে আপনারে ভুলে গায় অন্যের গীত!
দালাল - চাটুকার হারে না এখানে- সবে তারে চায়,
স্বাধীনতা পেয়েছি স্বাধীন হইনি কভূ- চাটুক ধরায়।
-------------------------------------------------
২৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।