প্রাচীন শত্রু
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৮-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
হে রক্ত ঝরা বিপ্লব! তুমি দিয়েছো বিজয়-নিশান,
তবু দিক- দিগন্তে দগ্ধ হতে দেখেছি যুদ্ধের চেতন।
জানি না কে যেন পাঠালো তোামার মৃত-সঞ্জীবন,
ওরে এখানে কেউ যেন পড়িয়া আছে অচেতন।
এতো প্রেম গানে গানে তবু দোসর আজ ধ্বনিছে.
এতো বিদ্রোহের বাণী বজ্র সুরে শ্রবণে পশিছে!
তিক্তময় তব বেসুর গীত আকাশে বাতাসে বহিছে,
প্রাচীন শত্রুর তপোবন হতে কে যেন বহিয়া এনেছে!
সত্য জ্ঞানে সত্য প্রেমে কেউ আর জাগেনা এখানে,
হে রক্ত ঝরা বিপ্লব! তুমি এখন এক শুন্যতার প্লাবণে!
ওগো বিপ্লবী, অমূল্য ত্যাগে যে অমৃত করিছো দান,
মীরজাফরের বংশধর দিতে পারেনি যোগ্য সম্মান।
--------------------------------------------------
২৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।