তুমি হারাবে না কভূ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৮-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
চির প্রেমের সুর্নিমল মানস- মন্দিরে,
তোমারে রেখেছি আমি বক্ষের চরাচরে।

ওগো বিরহের তীব্র তাপে দহিবে না হিয়া
হিমেল শীতল ছায়া হয়ে থাকিব জাগিয়া।
যাক না সোনালী রবি ডুবে বিস্মৃতি-সলিলে,
তবু তুমি অন্তরে দুলিবে হিল্লোল-কল্লোলে।

তুমি হারাবে না কভূ হে প্রিয়া এ যাত্রাপথে,
তোমারে রেখেছি আমি হৃদয়ের গীত-সংগীতে।
এই রোমান্টিক প্রসন্ন আঁখি-পূত আর্শীবাদ
মুচকি হাসিতে ঘুচিয়ে যাবে মোর-সকল বিষাদ।

হে প্রিয়া,হে সুহাসিনী হে জীবন সঙ্গিনী আমার,
এ শুন্য অন্তর বাঁচিয়ে রেখেছো -ভাবি যতবার।
-----------------------------------------------


২৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।