স্বার্থ হাসিল শেষে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৮-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
যে হিংসার প্রমোত্তে মুছে দিতে চাও তারে,
তুমিও আসন্নদিন মুছে যাবে জগত সংসারে।
কেউ আর স্মরণ করিবে না আজিকার কল্লোলে
স্বার্থ হাসিল শেষে তুমিও থাকিবে না হিল্লোলে।
রক্তের ঋন যদি শোধিতে না পরো সজল সুন্দর,
তুমিও কাঁদিবে বিরহ জ্বালায় এই পৃথিবীর প্রান্তর।
ক্রোধ ভুলিয়া যদি না গাইতে পার সাম্যের সুর,
তুমিও হারিয়ে যাবে ঘন বাদল রাতে ব্যদনা বিধুর।
আজি বাজাও তুমি ঐক্যের সুরে মহা যাত্রা গান,
হিংসা বশে মুছিওনা তার অবদান- মিলন মহান।
ওরে স্বার্থ হাসিল শেষে মুহূর্তেই মুছে যাবে তুমি!
তবে কেন রাগ ক্রোধে ভুল তারে এত নীচু নামি ?
--------------------------------------------------
২৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।