এখনো অশান্ত মা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৮-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
জাগ হে জাগ নবসূর্য, নব শকতি,
চারিদিকে ছড়িয়ে দাও কল্যাণ-মুরতি।
এখনো ঘোর অন্ধকার দুর্গতি অশেষ,
এখনো অচেনা পথে ছুটেছে এই দেশ।

এখনো দুঃখ লজ্জা ভয় ব্যথা অপমান,
এখনো স্বাধীনার মুক্তিতে বিস্তর-ব্যবধান।
এখনো মানবতা সুপ্ত হে বিশ্বের বিধাতা,
ভেবেছিলাম নব বিপ্লবে পাব শান্তির বারতা!

এখনো সেই অশান্ত মা,শত মৃত্যুর বহরে
জাগ হে জাগ নবসূর্য, বাঁচাও দেশটারে।
প্রেম ছাড়া এদেশটা হবে নাকো উদ্ধার,
কোথায় গো সেই প্রেমিক-প্রেমিকা বঙ্গ তর।

এখনো অশান্ত মা! জল -স্থল- তরু-বাতাস,
জাগ হে জাগ নবসূর্য এ বঙ্গের আকাশ।
----------------------------------------


২৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।