মায়ার ডাক
- আলমগীর সরকার লিটন ১১-১০-২০২৪

দূরের আকাশ কাছের মাটি
বেদনার দুবলা ঘাস চির খাঁটি;
কিছু চাওয়া পাওয়ার
হলো না সোনার চাঁদ-
শুধু তারা গুনে গুনে
শেষ হলো পোগা রাত;
তবু কয় না কথা ভোরের আলো
সূর্যমুখি ঢেকে যায় কালো-
মলিন হাসি জাগে রঙধনু বিকাল
স্মৃতির চোখ ফিরায় না সাদা শাল;
দূরের আকাশে মায়ার ডাক-
বলও আর কতটুকু ছায়া থাক।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৯-০৯-২০২৪ ১০:২৩ মিঃ

অসাধারণ একটি লেখা

আলমগীর সরকার লিটন
৩০-০৯-২০২৪ ০৯:৪৬ মিঃ

অনেক শুভ কামনা রইল
কবি মহী দা!
ভাল ও সুস্থ থাকবেন--