নিবিড় ব্যথায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং
*********************************
ওরে তন্ত্রে- মন্ত্রে ঘুরে ঘুরে এসেছি কোথায়?
আজো চারিধারে রক্ত ঝরিছে নিবিড় ব্যথায় !
এখনো লাল-সবুজের তরে কেঁপে ওঠে প্রাণ,
মুক্তির পথ খুঁজেছি, হবে কি তার অবসান ?
অঙ্গে অঙ্গে বিপুল জ্বালা, হে শান্ত সুন্দর!
কারা চিত্ত পূর্ণ্ করি ভাঙ্গিছে চির-মনোহর?
কে ওরা ধ্বংস করিতে চায়, হে মায়ের প্রিয় !
যে তুমি বিপ্লবী হয়েছিলে সুখ-দুঃখের সহায়।
সে তোমারেই দূরে রাখিতে চায় -এ বাংলায়,
তবু বলি বঞ্চিত করিয়ো না হে- আঁচল ছায়ায়।
এই যে এত পাপ, এত অপরাধ, এত অবহেলা-
কভূ কি মার্জিত হবে- নব বিপ্লবের কাফেলা ?
--------------------------------------------
২৯-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।