তৃপ্তির ঢেকুর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং
****************************
এতো তৃপ্তির ঢেকুর দিয়ো না বাহাদুরি প্রকাশ করে,
যা কিছু করেছো অর্জ্ন তা যেন না ঝরে অহংকারে।
বিপ্লবের পরে যে বিজয় এসেছে নব মুক্তির আশে,
তা যেন ফুটার আগে না ঝরে রাতের অবকাশে।
বিশ্বাস ঘাতকের জট ছিল অনাদি কালের তরে,
তা যেন শুধুই না হয় স্বপ্ন রেখা স্বাধীনতার পরে।
আপনারে শুধাতে না পারলে কেন তারে শুধু খুঁজি,
নেতার অযূত ভুলে পরাজিত স্বাধীনতা এইটুকু বুঝি।
আজিকার এই তৃপ্তির বিলাসিতা নহে পূর্ণিমার চাঁদ,
তোমারও চুতর্পাশে ওত পেতে আছে শুধুই অবসাদ।
হয়ো নাকো নদীর কূলে তুমি দিশাহীন পথ যাত্রী,
সূযর্টা হেলে হেলে গোধূলী হাঁকিছে তিমির রাত্রি!
-------------------------------------------
২৯-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।