তবু যেন কিছু বাধা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং
****************************
সেই অনুভূতিটা চলে গেছে দুর পরবাসে,
হৃদয়ের গভীরে এখনও বিরহী দুঃখেরা হাসে।

চারিদিকে ব্যদনার জল করে থৈ থৈ,
কত ভেবেছি শিহরণগুলো করবে হৈ হৈ হৈ!
রাত্রির আকাশে জোনাকিগুলো লুকোচুরি খেলে,
জোৎস্নার শুব্রতাও অভিমানে মেঘের আড়ালে।

হৃদয়ের গভীরে কেউ একজন মারে উঁকি ঝুঁকি.
জানি না সে কি তুমি! যার ছবি নিয়ত আঁকি।
এখনো বকুল তলায় খুঁজি- সেই ঝরা বকুল-
যারে মালায় গেঁথে গলায় জড়িয়েছি ব্যাকুল।

তবু যেন কিছু বাধা, কিছু সংশয় আছে দুই কূলে,
হৃদয়ে উঠেছে ঢেউ,প্রেম বসে আছে বৈঠা তুলে।
--------------------------------------------


২৯-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।