প্রেমের সাইরেন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রেমের সাইরেন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং
****************************
হৃদয়ের স্পন্দনে স্পন্দনে প্রেমের অভ্যুদয়,
তবু প্রেমের শিহরণ অধরা তপ্ত খরা বালুকাময়!

প্রখর তেজষ্ক্রিয়তায় আজ ক্লান্ত আমি-অবহেলা
ভিতরে কেমন যেন চলে সাপ নেউলে খেলা।
কেউ স্পর্শ্ করেনি, বলেনি মনের কথা একান্তে,
রৌদ্দুর প্রখরে ক্লান্ত হতে হতে হারিয়েছি অজান্তে!

হয়তো পেয়েছি ঠিকানা অধরা স্বপ্নে ভেসে ভেসে
নোঙ্গর করেছি তরী সোনালী রোদ্দুর দীর্ঘশ্বাসে।
এখন গোধূলী বেলায় সন্ধ্যের রঙিন সাজ,
কাজলমাখা চোখে রাত্রি নেমে এল প্রভাত সাঁঝ!

দুমড়ে মুছড়ে গেল প্রেমের অগভীর শেকড়,
রাত্রি নেমে এল হৃদয়ের লাইটে নিস্তব্ধ অন্ধকার!
তবু স্পন্দনে স্পন্দনে বেজে ওঠে প্রেমের সাইরেন,
উদাস মনে তাকিয়ে থাকি- ক্লান্ত দেহ, ক্লান্ত মন।
------------------------------------------


২৯-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।