মুক্তির চোখে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩০-০৯-২০২৪ ইং
************************
মুক্তির চোখে আমি দেখেছি পরম শুন্যতা!
দৃষ্টি তো নিভেগেছে অদৃশ্য শক্তির উগ্রতা।
তার চোখ ভরা শুধু জল অনেক প্রহর জেগে,
চাঁদের আলোকে খুঁজতে গিয়ে রাগ অনুরাগে
পরাজয়ের শঙ্কা মুক্তির চোখে, রাত্রির হাতছানি,
এখন অসুরের বজ্র ধ্বনি বাজে স্বাধীন এ ধরনী।
নোংরা আর্বজনায় ভরে গেছে পথিকের মসৃণ পথ,
ঈগল - শকুনের সন্ধিতে প্রহরী ভুলে গেছে শপথ।
স্বপ্নগুলো জলে ভাসে, হাওয়া উড়ে দূরে-বহুদূরে
মুক্তির চোখে আমি দেখেছি পরম শুন্যতা ঘিরে।
দোসরেরা স্বাধীনতার ভেতরে করছে লুটোপুটি-
তাই স্বাধীনতা তোমায়, আজকে দিলাম ছুটি।
----------------------------------------
৩০-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।