পিছিয়ে যাচ্ছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পিছিয়ে যাচ্ছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩০-০৯-২০২৪ ইং
************************
মনে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম এ শতাব্দী থেকে,
কয়েক শতাব্দী পিছিয়ে যাচ্ছে জাহেলীর দিকে।
ওদের প্রেমময় প্রাণ আবার নির্দয় হয়ে উঠেছে,
ওরা একে একে বস্ত্রগুলো অঙ্গ হতে খসে দিচ্ছে।
বড় অসনি সংকেত মনে হচ্ছে স্বপ্নের ভবিষ্যৎসূর্য্-
সেই আদিম যুগে ফিরে ফিরে হারাচ্ছে যৌবন-বীর্য্।
আদর্শের অধ্যায়গুলো এ প্রজন্মের কাছে বিস্মৃত!
বর্বর বন্য-প্রকৃতি যেন প্রাণে প্রাণে হচ্ছে বিস্তৃত।
মনে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম এ শতাব্দী থেকে,
ধীরে ধীরে কয়েক শতাব্দি পিছিয়ে যাছে ভূ-লোকে।
----------------------------------------------
৩০-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।