এক মুঠো শান্তি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০২-১০-২০২৪ ইং
************************
কেবলই বুকের দু’কূল ভেঙ্গেছে মতের বৈরী,
অথচ কত রক্ত দিয়ে এ দেশ করেছে তৈরী।
চেয়েছিল মুক্ত মনে গাইবে সোনার বাংলা গান,
তবুও তাক করে আছে সেই পুরানো মেশিনগান!
যে স্বদেশ ভূমি এক ফালি জোছনাতেই খুশি,
সেখানেও অপেক্ষায় থাকতে হয় কবে উঠবে শশী!
এমন বিষের বীণে জাতি ফালি ফালি হবে ষড়জালে.
কে জানতো বল তুমিই তার রতি মহারথী অন্তরালে।
জনপদে রক্ত ঝরে- মব জাষ্টিস কেড়ে নেয় প্রাণ,
অধিকিারগুলো লুষ্ঠিত হয় পদে পদে বজ্র তুফান।
অথচ তুমি চাইলে স্বর্গের সুখ, অমৃতের সুধা সুর,
নিয়ত শুনাতে পারতে লাল সবুজের স্বাধীন প্রান্তর।
রক্তের গঙ্গা, স্বাধীন পতাকা সবই তোমাকে দিলাম,
আর তুমি ঘৃণ্য মতের বৈরীতে শুরু করলে তুলকালাম।
একটু অধিকারই চেয়েছি কেবল, তাও দিতে পারনি,
এক মুঠো শান্তি খুব বেশী দাবি ছিল- হে বঙ্গ জননী?
-------------------------------------------
০৩-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।