চোখের আলাপনে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৩-১০-২০২৪ ইং
************************
সেই অন্তর ভাষা, সেই চাহনী হয়তো বুঝিনি,
হয়তো দৃষ্টিটা আঁধারে গিয়েছিল থমকে ধরনী।

তাই আলোহীন দৃষ্টি প্রতি মুহূর্তে হারিয়েছে পথ,
এলোমেলো চলতে দেখেছি তবু বুঝিনি গতিপথ।
মুচকি হাসির আড়ালে লুকায়িত ছিল কিছু গল্প,
তা কিছুটা আঁচ করেছি চোখের আলাপনে অল্প।

অব্যক্ত হৃদয়ের প্রেম যে এত দুরাগত-অসহায়,
তা হয়তো ভেবে দেখিনি তোমার দিকে তাকায়।
ঠিক যখনই ব্যক্ত হয়েছে অব্যক্ত ব্যদনার কথা,
ঠিক তখনই বুঝেছি অনেক ভালবাসা ছিল সেথা।

এখন ঝরিছে শুধু বিরহের জল- এ বুকের বালুচর,
তৃষ্ণার্ত হৃদয়ের অধরা প্রেম তবু আলাপন বিরহের।
--------------------------------------------


০৩-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।