স্বদেশের পরাজয় মেনে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৪-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
শুন্যতা আর শুন্যতার বৃত্তেই ঘুরছে জীবন,
যতই ফুল ফুটক তাতে নেই বসন্ত-ফাল্গুন।

রাত্রির অন্ধকারে ছেড়েছে তরী স্বদেশ কান্ডারী,
সেও যেন চোর ডাকাতের মত লুটেছে পাঞ্জেরী।
শুব্র পোশাকের আড়ালে বিদ্রোহী রক্তের স্মৃতি,
চারিদিকে গর্জেছে ছদ্মবেশী প্রেম ভালবাসা প্রীতি!

এখানেও বিশ্বাস ঘাতকতার আগুনময় জীবন,
স্বদেশ প্রাণ পুড়ে পুড়ে ছাঁই তবু দোসরের গান।
জাতির রক্ত হিম শীতল হয়ে গেছে উত্তর প্রদেশ,
পশ্চিমা চিল -শকুন -ঈগলেরা করেছে প্রবেশ।

স্বদেশের পরাজয় মেনে শুনছে রূপ কথার গল্প,
বিপদ! তবু বুঝে না তবু জাগে এ জাতি অল্প-স্বল্প।
----------------------------------------------


০৪-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।