অযূত জিজ্ঞাসা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৪-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
অনিদ্রা থেকে থেকে প্রাণে আজ অযূত জিজ্ঞাসা?
চোখের পাতা ছুঁয়ে ছুঁয়ে আগুনের গোলক- দুরাশা !

বড্ড বৈষম্য দেখছি! এখনো রক্ত ঝরছে-
আমি আকাশপানে চেয়ে দেখছি শকুন উড়ছে।
পরুষত্বহীনতায় দুই উরুর ফাঁকা জানালায়-
প্রেয়সীর শিয়রে লম্পটের মত্ত দুলিছে পরকিয়ায়।

এর নাম কি স্বাধীনতা?পশ্চিমার ঠোঁটে চুমু দিলে,
খুব নিবিড় চুমু! আচ্ছা কামাছন্ন তরঙে ভাসিলে।
সম্মুখে স্বপ্নের মৃত্যু দেখছি গভীর থেকে গভীরতর,
আজ অযূত জিজ্ঞাসা সেইসব মুক্তিকামী জনতার।

মুক্তি কোথায় ? এখনো দেখিনা কেন পূর্ণিমার চাঁদ?
এখনো লোমশ বুকের ভিতরে ভয় -শঙ্কা -অবসাদ!
মুক্তির জন্য এসেছো তুমি তবু প্রশ্নটা থকে য়ায়-
বৈষম্যহীন প্রেম ভালবাসা ঐক্যের ডাক কোথায়?
-----------------------------------------------


০৪-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।