ব্যর্থতার চিঠি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ব্যর্থতার চিঠি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৪-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
ওরে-শাসকের দুঃশাসনে আজ দেহ মন চিৎপাত,
বৈষম্যের ঘূর্ণি ঝড় হুহু করে আঘাতহানে দিনরাত।

হৈ চৈ হাঙ্গামা লুট- পাট,বিশৃঙ্খলা চৌদিকে ভাই,
মোট কথা জন নিরাপত্তা আজ যেন কোথাও নাই।
ক্ষমতা পেলে তেড়ে যায় এই বঙ্গ ভূমিতে-
জনতার শুধু প্রাণ ঝরে দুঃশাসনের ফাঁসিতে।

আজ শুধু চেয়ে দেখি ব্যর্থতার চিঠি এক সম্মুখে,
রাগ ক্রোধ হিংসে প্রতিশোধে তৈল দেয় শাসকে।
এ এক চরম বিলাসিতা মসনদে উঠে লাফিয়ে,
হজুগে গুজবে আবেগে সরল জনতা ক্ষেপিয়ে।

শাসকের শোসনে চেয়ে দেখি রক্ত চুক্ষ শরীরে,
আপন সত্ত্বারে লুকিয়ে রেখে ছুটেছে চাটুকারে।
রক্ত কয় বাংলাদেশ! অথচ তুমি শত্রুর মজুরে,
পতাকা বলে আমি স্বাধীন! আর তুমি হুজুরে।

আজ শুধু চেয়ে দেখি ব্যর্থতার চিঠি এক সম্মুখে,
রাগ ক্রোধ হিংসে প্রতিশোধে তৈল দেয় শাসকে।
----------------------------------------------
;


০৪-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।