স্বপ্নের মৃত্যু হলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্বপ্নের মৃত্যু হলো
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৪-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
চারিদিকে নিয়ত একটা একটা অঘটন ঘটছে,
লক্ষ শহীদের রক্তে পাওয়া স্বপ্নের মৃত্যু হচ্ছে।

কেউ ভাতে দেয় ঘি, কেউ দুধে দেয় বিষ,
তবু জনতা আনমনে তবু ডেকে আনে সর্বনাশ!
একটা ধাক্কা অসুরের! একটা শব্দ, সবশেষ,
একটা স্বপ্নের মৃত্যু গ্রাম ও শহরে অবশেষ।

অতীত স্মৃতি এবার তুলা হয়ে আকাশে উড়বে,
বীরের রক্তবিন্দু মুছে যাবে,বিদ্রোহীরা হাসবে।
স্বাধীন মায়ের চোখের জলে কার কি এসে যায়!
একটা ধাক্কায় সবশেষ! এখন চারিধারে হায় হায়!

সেই দীপ্ত প্রদীপ শিখা এখন হারিয়ে গেল,
ভয়ঙ্কর অন্ধকার নেমে এল,স্বপ্নের মৃত্যু হলো!
----------------------------------------------


০৫-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।