আদেশ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আদেশ
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৪-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
তোরা কি দেখেছিস জনবিস্ফোরণ, ওরে প্রশাসন,
সাবধান! সবাধান! ওরে উদাসীন,ওরে সুধীজন।
ওরে এখনো থামেনি জনতার কলরোল,
এখনো কোটি বক্ষ হতে বহে রক্তের কল্লোল।
এখনো জাগ্রত বিপ্লবের বহ্নিশিখা অন্তর বেগ,
কভূ থামবে না এ ঝড় তুফান ঝটিকা মেঘ।
জনতার দৃঢ় শপথ ভূতল-গগণ
দোসর স্বৈরাচার নিপাত কর ওরে বিপ্লবীজন।
কাদের অগ্রসানে এ বুক চিরে চিরে
বঙ্গের দীর্ঘশ্বাস বের হয় তপ্ত সমুদ্র তীরে?
আর করিস না ভয়!তরী নিয়ে দিতে হবে পাড়ি
আয় আয় বীর সেনানী ডাকিছে কান্ডারী।
আবার যদি আসে যুদ্ধের আদেশ,
জাতি দুর্বার ছুটে যাবে- কভূ হবে নাকো শেষ।
অতীতের ইতিহাস তোর শক্তি, করিস না বেচাকেনা,
সাবধান! চৌদিকে তোর সেই পুরানো শকুন হায়েনা।
---------------------------------------------------
০৫-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।