দাদাদের খাবার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

দাদাদের খাবার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৩-১০-২০২৪ ইং
************************
ওরে ইলিশ! ইলিশ বটে দাদাদের খাবার,
চাওয়া পাওয়া ভোগতৃষ্ণা যেন নেই জাতির।

ইলিশ! ইলিশ!পদ্মার ইলিশ সে যেন সোনার হরিণ,
ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে জালে বলতে যে বারণ,
বাজার হতে বাজার ইলিশ শুন্য এর কি কারন?
ওরে ইলিশ নাকি দাদাদের খাবার এ কথা শুনুন।

কি করে কিনবো ইলিশ আগুন আর আগুন!
ওরে যে যায় লঙ্কায় -সে হয় রাবণ!
স্নেহ- প্রেম সুখতৃষ্ণা সে যেন দাদাদের তর,
যতই কাঁদুক মাতৃকার সন্তান ভাবে কি অতঃপর।

ওরে ইলিশ! ইলিশ বটে মিটেনা তৃষ্ণা- আশা,
জন্ম তাহার পদ্মার জলে তবু যেন স্বপ্ন দুরাশা।
-----------------------------------------


০৬-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।