জটিলতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৩-১০-২০২৪ ইং
************************
কে মসনদে বসল, কে বসতে পারলনা,
এসব বুঝিনা,ন্যায্য হিস্যা চাই এর বেশী না।

দু’মুঠো ভাত চাই, মৌলিক অধিকার চাই,
একটু গণতন্ত্র চাই- স্বাধীন মায়ের যত্ন চাই।
চরিদিকে বিষণ্ণ রাত, দিন কাটে অন্ধ অনিদ্রায়,
একটু প্রসন্ন দিন আনো লাল-সবুজের বসূধায়।

একটু নিরাপত্তা চাই, অন্ধতায় শুব্র আলো হানো,
দেশপ্রেম মৃতপ্রায়! এত চোর ডাকাত কেন ?
এখনো পুরানো শকুনের পরিচর্যায় জীবন কাটে,
এখনো স্বীকৃতিদানে অনিহা, প্রবল দ্বন্দ্ব পথ ঘাটে।

এখানে ডান- বাম –মধ্য- পন্থীর কি মূল্য ভাই,
নুন আন্তে পান্তা ফুরায়- শুন্যতা ছাড়া কিছু নাই ।
আমরা সাধারন জনতা, এতো জটিলতা বুঝিনা,
স্বাধীনতা চাই, দু’মুঠো অন্ন চাই এর বেশী চাইনা।
------------------------------------------


০৬-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।