অজ্ঞতার মহাসমাবেশ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অজ্ঞতার মহাসমাবেশ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৭-১০-২০২৪ ইং
************************
হায় রে রাগ ক্রোধ, হিংসা প্রতিহিংসার দেশ!
হুজুগে ভরা জন র‌্যালী- অজ্ঞতার মহাসমাবেশ!

অন্ধের মত পথ চলে চলে কি যে ভাবে প্রাণে,
কোন সাধু সন্যাসী নাহি বুঝে তাহা স্ব-জ্ঞানে।
কেউ যদি বলে ধর ধর মার মার ছুটে প্রখরে,
কি সত্য কি মিথ্যা যাচাই করে না তাহা চুতুরে।

প্রেমহীন তরীর যাত্রী রাত্রিদিন বিভাদ কোলাহলে
শকুনের নোখে খামচে ধরেছে গণতন্ত্র বঙ্গ তলে।
এখন শুধু স্বাধীন বনের হিংস্র পশু পক্ষী প্রাণী,
মানবের মানবতা মৃত্যু কোলে নিতেছে নিশ্বাস!

এখানে মুক্ত বাক পরাধীন! জীবন ভয়ে কম্পিত,
বিপ্লবী প্রতিবাদ অবরুদ্ধ ! স্বাধীনতা শংকিত !!
হায় রে রাগ ক্রোধ, হিংসা প্রতিহিংসার দেশ!
হুজুগে ভরা জন র‌্যালী -অজ্ঞতার মহাসমাবেশ!
-----------------------------------------


০৭-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।