বাক রুদ্ধের বজ্র তুফান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বাক রুদ্ধের বজ্র তুফান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৮-১০-২০২৪ ইং
************************
নব কৌশলে নব সৃজনের সমুদ্রমন্থনে,
স্বৈরতন্ত্রের রূপ বদলায় শাসকের মননে।
কেউ এখানে পরিশুদ্ধ নয় গণতন্ত্রের পথ ধরি,
নিজ স্বার্থের মহরায় সবে যেন সুরাপাত্র ভরি।
ক্ষতার উত্তাপ ছড়ায় বসন্তের পুস্পিত প্রলাপে,
অথচ এখানে রাগ ক্রোধ প্রতিশোধ গোলাপে।
শুধু শুনি নিন্দ্রাহীন শাসকের মুক্তিকামী গান,
মুক্তি এখানো অধরা বাক রুদ্ধের বজ্র তুফান।
কে যে জনতার চির শান্তির পূর্ণতায়!
এখনো পায়নি তার দেখা স্বাধীন বাংলায়।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাক স্বাধীনতার সুর,
গণতন্ত্র মৌলিক অধিকার সে এখনো অনেক দূর।
---------------------------------------
০৯-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।