না বলা কথা...৩৬
- অথই মিষ্টি

বৃষ্টি ভেজা কোন এক রাতে
শক্ত করে এ আমার হাত রেখে তোমার হাতে
ভেজাবো আমার হৃদয়ের উষ্ণতা তোমার সাথে
অকাতরে দুজনে অসুস্থ হবো সেই সে প্রভাতে।

সেই ভাবনা আজো ভাবি দেখি সেই স্বপন
ভিজবে শরীর ভিজবে মন ভিজে যাবে সারা ভুবন
প্রিয় তোমার পবিত্র পরশে প্রেমের আসরে ধন্য হবে জীবন
আর আমাদের উত্তম জুটি বলে শাবাসি দিবে সকল স্বজন।

বুকের ভিতর সে স্বপ্ন আমার রেখেছি আজো পুষে
চাওনাই জানতে তুমি অনুভব করো নাই আমার পরশে
অসম্পূর্ণ সে স্বপ্ন ক্ষত করছে হৃদয় আমার মাঝে মিশে
আবেগে আপ্লুত সে স্বপ্ন ভাসে আজো আমার প্রতিটি নিশ্বাসে।


১০-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।