না বলা কথা...৩৭
- অথই মিষ্টি

আমি তোমার থেকে গুটিয়ে নিয়ে মন
দেখতে চাই আদৌ আমাকে কি তোমার
আছে না কি নেই কোনো প্রয়োজন।
দেখতে চাই আমাকে ছাড়া দিব্যি চলে তোমার
তা রেখেছো না কি সংগোপন।

আমি তোমার সাথে কথা না বলে
বুঝতে চাই পূর্বের মতো তোমার দিন
আমাকে ছাড়াও সুন্দর কিভাবে চলে।
না বললে তোমার সাথে কথা আমার মতো
দেখতে চাই হ্যাঁ না কি নয় বুকের ভিতর জ্বলে।

থেকে দেখবো তোমার কাছ থেকে দূরে
ঠিক আমার মতো ছটফট করো কি না তুমি
পুঁটি মাছের ন্যায় পানি থেকে গেলে সরে।
প্রিয় বিরহে তোমার যেমন হয়ে ওঠে ব্যকুল হৃদয় আমার
আর অঝড়ে দু'আখিঁর জল ঝড়ে।


১০-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।