না বলা কথা...৩৮
- অথই মিষ্টি

হেরে গেছ নারী তুমি বারবার
বিশ্বাস করে ভেঙ্গে গেছে বিশ্বাসের সে হাল তোমার গভীর থেকে প্রতিবার।
করেছ বিশ্বাস তুমি শতভাগ যারে
সুযোগে নিশ্বাস চেপে ধরেছে শক্ত হাতে করেছে আঘাত সেই তোমারে।
অমূল্য সম্পদ তোমার সে বিশ্বাস
তবুও কেন তাহা স্থাপন করো তাদের উপর যারা চায় থেমে যাক তোমার শ্বাস-প্রশ্বাস।
নারী তুমি ফেরো ফেরো আপন পথে
সবার উপর নয় দৃঢ় বিশ্বাস রাখ নিজের মাঝে চাহে কেউ থাকুক আর নাই বা থাকুক তোমার সাথে।
নারী তুমি সম্পূর্ণ ভাবে তাদের উপর নির্ভরশীল হইওনা
তারা নিজেদের হিসাবের শেষে তোমায় ফেলবে ঝামেলাতে খবর রাখ না!
শুনো নারী তুমি উদাস হইওনা
তুমিও সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব আর অতি উত্তম এ আত্মবিশ্বাস ভেঙ্গনা।


১০-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।