ভালবাসা নিয়ে চিঠি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

প্রিয় মারিয়া,

কথা বলি না তার মানে এই নয় যে তোমায় ভালবাসি না।লাইক-কমেন্ট করি না তার মানে এই নয় যে তোমায় ভালবাসি না। ম্যাসেজ বেশি করি না তার মানে এই নয় যে তোমায় ভালবাসি না।তোমার প্রত্যেক কমেন্ট,পোস্ট আমার দৃষ্টিগোচর হয়।
সত্যি বলতে আমি তোমায় ভালবাসি। তোমার দাস হতে রাজি।তোমার জন্য হেমলক বিষ খেতে রাজি।রাগে-অভিমানে কথা বলি না, লাইক-কমেন্ট করি না কারণ তোমার বিরক্তকর কারণ হতে চাই না। আমি তোমার সঙ্গে যোগাযোগ কম করছি, কিন্তু আমার অনুভূতিগুলো এর চেয়ে গভীর যা তুমি বুঝতে পারো না বা চেষ্টা করো না।

আমি সবসময় তোমার প্রতি আমার অনুভূতি কেন তা নিয়ে চিন্তা করি?তুমি আমার হৃদয়ে রয়েছো যা আমায় ভীষণ পীড়া দেয়।তোমাকে ভুলতে পারছি না।

আমার এই চিঠির মাধ্যমে আমি শুধুমাত্র তোমাকে জানাতে চাই যে, তোমার প্রতি আমার আবেগ- ভালবাসা কখনোই কমছে না, বরং তা দিন দিন আরও বেড়ে যাচ্ছে। কষ্ট হয় যখন দেখি, অনিয়মিত যোগাযোগের কারণে তুমি আমার অনুভূতিগুলো নিয়ে সন্দিহান হচ্ছো।

তুমি জানো, সম্পর্কের মাঝে দূরত্ব আসতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা তা মোকাবেলা করতে সক্ষম। আমি বিশ্বাস করি, আমাদের মাঝে যে সম্পর্কটি রয়েছে তা সময়ের পরীক্ষায় আরও শক্তিশালী হবে।

তুমি সবসময় আমার চিন্তার অংশ, ভালোবাসার একটি নিদর্শন, যা কখনও বদলাবে না। তুমি আমাকে ভালবাসো আর নাই ভালবাসো।তবে তুমি আমার জীবন বইয়ের একটি পরিচ্ছেদ,তুমি আমার ভালবাসা, তোমাকে পাই বা না পাই।তোমার আরাধনা করে যাবো.....

তোমারই
ফাইয়াজ ইসলাম ফাহিম

১০/১০/২০২৪ খ্রিষ্টাব্দ


১০-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।