সেলফি কাব্য..........(২)
- কাজী ফাতেমা ছবি ২০-০৫-২০২৪

সেলফি কাব্য..........(২)

১১।
খারাপ কাজে বাঁধা দাও
সেলফির গুনগান গাও....।


১২।
ক্ষতিতো হচ্ছেনা তাতো কারো
সেলফিতে উৎসাহ দাও আরো


১৩।
হাসিমাখা মুখে সেলফি তুলে
নিজের দু:খ নিজেই ভুলে
মুগ্ধ দৃষ্টি স্ক্রীনের ভিতর
স্বস্তি পায়রে মন গতর ।


১৪।
সেলফি তুললে কি দোষ ?
নিজের ফটোতে দিল খুশ
সেলফি তুলুক যার যেমন ইচ্ছা
স্মৃতি হয়ে থাকুক সেলফির কিচ্ছা।
সেলফিতে মাতুক তরুণ যুবা
হাসিতে বাড়ুক সেলফির শোভা।
সেলফিতে ভরুক নিউজ ফিড
ক্লান্তি আসবে না করতে রিড।
সেলফির হউক জয় জয়কার
সেলফিতে পুড়ে ফেবু ছারখার।


১৫।
পৃথিবী আজ উঠে পড়েছে সেলফির কোলে
তাই বুঝি সে নিজেই নিজের ছবি তোলে।

পৃথিবীর কেন বেজার মুখ
সেলফি তুলে পায়না সুখ।


১৬।
দাঙ্গা হাঙ্গামায় যখন সাংবাদিক
মানুষরা দিশেহারা দিকবেদিক
সে মুহুর্তে সে সেলফি তোলে
মর্মান্তিক দৃশ্য সব ভুলে টুলে।

১৭।
সেলফি নিয়া হাবিজাবি গাও গান সারেগামা
দেখ পপর্কণ হাতে সেলফিতে স্বয়ং ওবামা।

১৮।
সেলফি তুলে সাজাও তোমার টাইমলাইন
সেলফিতে করা হয়নি কিন্তু কোন আইন।

১৯।
সে পঁচা আমি সুন্দর শুনছো ওগো সুন্দরী
আমার সাথে সেলফিতে চল ক্যামেরা ধরি।

২০।
নিজেরে নিজে ভালবাসি
তাইতো আমি সেলফি তুলি
নিজের মাঝেই সুখ খুঁজি
সেলফি তুলে সব দু:খ ভুলি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।