আর কিছু চাইনে
- কমলতোলা

ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা
দিকে দিকে মাইকে মন্ত্রোচ্চারিত হচ্ছে
জগজ্জননী আসছেন এই ধরিত্রীতে
প্রতিদিনই মা ধর্ষিতা হচ্ছেন
খুন হচ্ছে শিশু থেকে বৃদ্ধা মা
তবুও মানুষ শুনছে গমগমিয়ে মাইকে মন্ত্র
কেমন মা তুমি?
এত অন্যায় এত যোনি রক্ত দেখেও তুমি নিশ্চূপ রও
তুমি কি শুধু দেবদেবীর মা?
তাদের রক্ষা করতে মহিষাসুর সংহার করলে
আজ এই বঙ্গভূমির দিকে দিকে মায়েদের আর্তস্বর
এবার জাগো জননী, জাগাও তোমার কন্যাদের
বঙ্গভূমির অসুরবধে তাদের বল দাও তেজ দাও
অসহায়া মায়েদের হাতে দাও তোমার দশপ্রহরণ
তাদের অসুরবিনাশী বিদ্যায় এই ক'দিনে শিক্ষিত কর
আর কিছু চাইনে মা!


১২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।