যোগফল ফাঁকা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যোগফল ফাঁকা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১২-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
রক্তে পাওয়া স্বাধীনতায় শুন্য শুন্য আঁকা,
শুন্যে শুন্যে মিলেমিশে যোগফল ফাঁকা।
শত্রু- মিত্র জোট বেঁধে রাত্রির আঁকাশ তলে
আপন স্বার্থের দূর্গ খুঁজে ঝিকিমিকি জ্বলে।

চারিদিকে চুপচাপ মুক্তির শাখাগুলো,
রাঙাচোখে পকেট কাটে চোর ডাকাত গুলো।
কানে কানে স্বাধীনতা চীৎকার করে,
জনতার মুক্তি নাই পথ ঘাট বাজারে।

ক্ষমতার মসনদে অসুর- দোসর চাঙ্গা,
ভাগাভাগির রবি উঠে ছোপ দিয়ে রাঙা।
রক্তে পাওয়া স্বাধীনতায় শুন্য শুন্য আঁকা,
শুন্যে শুন্যে মিলেমিশে যোগফল ফাঁকা।
-----------------------------------------


১২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।