আমি একটি বর্বরক্ষেত্রে বাস করি
- কমলতোলা

আমি একটি বর্বরক্ষেত্রে বাস করি
এখানে মানুষেরা আত্মকেন্দ্রিক
সারাক্ষণ নিজের স্বার্থের কথা ভাবে
মগজে শুধুই বিত্ত উপার্জনের ভাবনা
কে কতটা ঠকলো তা ভাবে না
ভাবে, নিজের কতটা লাভ হলো
মানবিকতা নেই এদের সংবিধানে
আছে শুধু লোভ আর চাটুকারিতা
ঈশ্বর ঈশ্বরীকেও সারাক্ষণ ঠকায়
ওদের নামে কোটি টাকা কামায়
মাতৃ আরাধনার নামে বিপুল অর্থ তোলে
আবার মায়ের ধর্ষণ ও খুনে নীরব থাকে

বড় অদ্ভুত লাগে প্রচারিত গুণীজনদের
অশিক্ষিত লম্পট দের সঙ্গে মিশে থাকে
যত কুকর্ম তাদের দিয়ে করায়
সম্পূর্ণ নিজ স্বার্থ পূরণের জন্য
সুনাগরিকের সংজ্ঞা এরা জলাঞ্জলি দেয়
অথচ বিভিন্ন ফোরামে কবি সাহিত্যিকদের রচনা পাঠ করে
স্বরচিত সাহিত্য চর্চাও করে
কেবলই আপন পান্ডিত্য জাহির করতে
এই সমাজের মাণ্যিগণ্যি কেউকেউ হয়
এরা নানাভাবে ধর্মের ধ্বজাধারী হয়
অথচ পরধর্মের প্রতি বিন্দুমাত্র সহনশীল নয়
আমি একটি বর্বরক্ষেত্রে বাস করি।


১৩-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।