ছিনিমিনি খেলা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ছিনিমিনি খেলা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৩-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
এ যেন স্বাধীনতা নয়,এ যেন ছিনিমিনি খেলা,
উতাল পাতাল মাতাল পথে কতক দুষ্টের মেলা।

ভন্ডামীর খেলা চলে, এ অস্থিরতায় কে কান দেয়?
মুক্তি মুক্তি চিৎকারে বিপ্লবে বিপ্লবী জীবন হারায়!
স্ব-চোক্ষে দেখলাম মধ্যভিত্তের অশ্রুঝরা মুখ,
নুন আন্তে পান্তা ফুরায় -এ কি স্বাধীনতার সুখ?

স্বাধীনতার পরে কেন ভাই গ্রাম ও শহরে-
প্রাণে প্রাণে এত হাহাকার লম্বা সে বহরে?
এখন তো সেই রক্ত চুষা নেই বিপ্লবী জাতির,
এখন তো স্বাধীন তরী তবে কেন নেই নোঙ্গর?

তবে কি সেই পুরানো খেলা শুরু হল তাহাদের ?
ওরে যে যায় লঙ্কায় সে-ই- হয় রাবণ- আমাদের!!
বঙ্গ বুকে কিন্ডিকেট রূপে জড়ো হল সকলে,
দুঃখের তফাৎ রইল নাকো সকাল ও বিকালে।

শুধু শুনি স্বাধীনতা, স্বাধীনতা, অধিকার, অধিকার শব্দ!
যেন স্বাধীনতা নয়,যেন ছিনিমিনি খেলা একেবারে জব্দ!!
------------------------------------------------------


১৩-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।