গবেষণা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
গবেষণা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৪-১০-২০২৪ ইং
************************
কেউ যদি করিত গবেষণা এ বাঙালির প্রাণ,
হয়তো নোবেল পুরুষ্কার পেয়ে যেত বুক উচাটন।
কি যে জটিল এ প্রাণ পিঞ্জর খাঁচাতে,
গিরগিটির মত পারে সে রঙ বদলাতে।
কি তার আশা ! কি তার পথ পৃথিবীর পান্থ!
তা খুঁজিতে খুঁজিতে মনোবিজ্ঞানীরা বড় ক্লান্ত।
অজনা তার ঠিকানা অবাধ তার ধাওয়া,
বাঙালির মন বজ্রকে নেয় কেড়ে তুমুল হাওয়া।
কেউ যদি করিত গবেষণা উড়ো উড়ো মন
নোবেল পুরুষ্কার পেয়ে যেত সে উঁচুশির গর্দান!!
তোর গবেষণায় ক্লান্ত সে বিশ্বের মুখাখানি,
তুই কত জটিল! মনোবিজ্ঞানীরা মরণ-ঘোমটা টানি।
ওরে বাঙালির মন রয়েছে কোন তানের সাধনে ?
কোন গবেষক আজো পারেনি বাঁধতে পুঁথির বাঁধনে।
মন’রে, তুই কি কাঙাল !নাকি বাদশা! নাকি ভিখারী?
কেন এত বহুরূপী! কেন গিরগিটি! কেন এত লুকোচুরি!
------------------------------------------
১৪-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।