তোরই পরিচয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তোরই পরিচয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৪-১০-২০২৪ ইং
************************
যে চেতনায় জেগেছিল সেদিন বীরের দল,
এই প্রজন্ম ভুলেগেছে তাহার বিপুল বাহুবল।

ওরে কোথায় চেতনা, কোথায় দেশপ্রেম আজ,
ক্ষীণ দরিদ্র অতি অসহায় তাহাদের স্বপ্নরাজ!
কেন এতো রাগ ক্রোধ হিংসা উঠিল বিকশি?
ওরে কে তোদের মদদ দিল ভিত্তিমূল খসি!

লক্ষ শহীদের রক্তে পাওয়া মুক্তিযুদ্ধের ফল,
এই বিজয়ী পতাকা তোরই পরিচয়, তোরই বল।
এই চেতনার সুর রাখিস ধরে অন্তর সীমানায়,
হৃদয়ে গেয়ে যাস সোনার বাংলা- কেতন উড়ায়।
-------------------------------------------


১৪-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।