অশ্রুজলে ভাসবো কেন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অশ্রুজলে ভাসবো কেন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৪-১০-২০২৪ ইং
************************
লাল সবুজে অসীম তুমি বাজাও মায়ের সুর,
মুক্তিযুদ্ধে তোমার প্রকাশ তাইতো সুমধুর !

মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রীষ্টান কত ছন্দে ছন্দে,
ফুলের কানন দিয়েছো ভরে কত গন্ধে গন্ধে।
অসাম্প্রদায়িক রূপের লীলায় জাগো হৃদয়পুর
তাইতো তোমার এতো শোভা এতো প্রেমের সুর।

দেশ চেতনার মিলন হলে দ্বন্ধ যাও ভুলে,
সোনার বাংলার গান গেয়ে পতাকা যাও তুলে।
এর চেয়ে ঐক্যতান নাই তো মাতৃছায়া,
তোমার -আমার রক্তে বহে লক্ষ শহীদের কায়া।

লাল সবুজে অসীম তুমি বেজায় সুন্দর বিধুর,
অশ্রুজলে ভাসবো কেন এমন শোভায়! এমন মধুর!
----------------------------------


১৪-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।