তবু সে পথ অজানা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তবু সে পথ অজানা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৫-১০-২০২৪ ইং
************************
হৃদয়ের ডাক শুনি না এখন আর কোন দিনে,
অথচ ভালবাসার গল্প কবিতা শুনি কানে কানে!

যদিও লাল সবুজের আলপনায় পথ ঘাট ভরা,
তথাপি নেই কোন প্রেম ভালবাসা এই বসুন্ধরা।
আছে শুধু রাগ ক্রোধ প্রতিশোধ রক্তজবার ফুল,
ছদ্মবেশী মুনাফিকের শত নষ্ট মগজের মাস্তুল।

জল- তৈলের বিপুল যুদ্ধের দামামা শুনিলাম-
দ্বন্দে দ্বন্দে সাধুরা ভুলেছে নিজেদের ডাক নাম।
একদল তৈল আরেক দল জল ঐক্য গড়ে না,
অথচ ঐক্যের ডাক দেয় তবু সে পথ অজানা।

জানি না পাখিরা কবে ফিরবে পথ চিনে চিনে ঘরে,
শকুনেরা দখল করেছে সরবে আয় ফিরে আয় নীড়ে।
এখনো যদি না জাগিস ঝরে পড়বে পুরনো ধূলো,
সেদিন অশ্রুজল হবে ঘন কুঁয়াশার ধূসর তুলো।

ওরে শুভ্র আলোয় দেখি না আর সিথানের চাঁদ,
এখন চারিদিকে মীমাংসিত বিষয়ে অসুর ফাঁদ!
--------------------------------------------


১৫-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।