সংশয়ের প্রশ্ন?
- রবিউল ইসলাম রাতুল

কত তামাশা এই আকুল ভুবনে
বিবেক আছে নেতিয়ে পরে,
আবেগের চাপে ভুলগুলো আলিঙ্গনে
নিজের চিন্তাগুলো আছে ডরে।

আদ্রর্তার ভেজা ভেজা হাওয়া
সজাগ করে দেহখান,
বড় বড় গল্পের ইতিতে যাওয়া
শেখায় মান - অপমান।

এই প্রকৃতি থেকে নিত্য দিনে
নিয়েই চলি কত শিক্ষা,
কল্পনাতেও অল্প প্রাণে
শান্তির করুণা করি ভিক্ষা।

আত্মের চরম অনুভূতিহীন আর্তনাদে
গল্পের মাঝে সীমা আমি,
আমি নিজের সাফল্যের বিবাদে
চিন্তার চিত্তে আর ডুবিনি।

তবে সংশয় নিজেকে গ্রহণে,
কিছু প্রশ্ন জাগে নিজ মনে।

নিভে গেলে দু'চোখের পাতা
করবে কে আমার খেয়াল?
নিজের অস্তিত্বের বুনেছি তৃণলতা
তবে কেন শেওলা ভরা এই জীবন দেয়াল?

©Robiul Islam Ratul


১৫-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।