মাথায় পতাকা বাঁধলেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মাথায় পতাকা বাঁধলেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৫-১০-২০২৪ ইং
************************
মাথায় পতাকা বাঁধলেই কিংবা হাতে নিলেই,
দেশপ্রেমিক হওয়া যায় না,শুধু অন্তরটাই চাই।
অতোটা উত্তাল শ্লোগানের প্রয়োজন নেই,
যতটা বাহুবল দেখাও- ততটা মাধবী চাই।

মীরজাফরী মুনাফিকি চাই চিরতর অবসান,
মায়ের প্রতি আঘাত অবহেলা চাই প্রত্যাখান।
লক্ষ শহীদের রক্ত আমাকে সাহস যোগায়,
বিজয় কেতনের প্রতি নিঃশর্ত্ অনুগত্য শেখায়।

অতোটা রক্তক্ষয়ী বিপ্লবের প্রয়োজন নেই-
শুধু গণতন্ত্র অধিকার ফিরিয়ে দাও মসনদে যাই।
কেন বুকে বুকে এত ঘৃণা এত নীলিমার কথা,
কেন অর্ধ্হারে অনাহারে ভোগা মানুষের ব্যাথা?

শুধু স্বীকৃতি দাও হে যুবক ! আর বল না মাকে-
তুমি নও,
রক্তে পাওয়া লাল সবুজের আলপনা ভু-লোকে!
কেন বিষের দহনে দ্বিধায় নিজের সত্ত্বাকে পোড়াও?
এই স্বাধীন পতাকাকে অন্তর জমিনে উড়ায়ে দাও।

তা না হলে দেশপ্রেম মমতা তোমাতে হবে না সুঠাম,
তুমিও হবে না লাল সবুজের সন্তান - এই ধরাধাম।
----------------------------------------------


১৫-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।